আজ জামালখানে পিঠা প্রতিযোগিতা ও মাঘোৎসব

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

জামালখানে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ডা. এমএ হাশেম স্কয়ারে মাঘোৎসবের আয়োজন করা হয়েছে। নতুন চাল থেকে বানানো রকমারি পিঠা ও পায়েসের প্রদর্শনী ও প্রতিযোগিতা এই উৎসবের প্রধান আকর্ষণ। এছাড়া মাঘোৎসবের অন্তর্ভুক্ত রয়েছে নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। পিঠা উৎসব সকাল ৭টা থেকেই শুরু হয়ে যাবে এবং রাত ৮টা পর্যন্ত চলবে। তবে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল ১০টায়।

উদ্বোধন করবেন রাজনীতিক সোলায়মান আলম শেঠ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এতে প্রধান অতিথি থাকবেন। কলাকেন্দ্রের সভাপতি সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বসবে আলোচনার আসর। এতে বিশেষ অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, নাছির আহমদ খান, অরুণ চন্দ্র বণিক ও চসিকের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। স্বাগত বক্তব্য দেবেন, সাধারণ সম্পাদক সুজিত ভট্টাচার্য দোলন। সঞ্চালনা করবেন সুজিত দাশ অপু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত কোরবান আলী শাহের (রাঃ) ১০১তম বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধখাজা মঈনউদ্দিন চিশতী ওরশ কমিটির মাহফিল কাল