বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন ২০২২ আগামীকাল শনিবার সকাল ৯টায় আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিন লি: এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রফেসর ও বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী ড. আনসারুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির উপাচার্য ও বিশিষ্ট অনুজীববিজ্ঞানী প্রফেসর ড. মো. নুরল আনোয়ার এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের সভাপতি নুরুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখবেন কনফারেন্স অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. গফুর এবং সভাপতিত্ব করবেন সোসাইটি ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. শামিম শামছি। সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ের উপর মূল বক্তব্য রাখবেন ড. হাসিব মো. ইরফানুল্লাহ। উক্ত উদ্ভিদবিজ্ঞান সম্মেলনে দেশ–বিদেশ থেকে বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












