জাপান উপকূলে কার্গো জাহাজডুবিতে ৮ মৃত্যু

| শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৫৪ পূর্বাহ্ণ

জাপানের জলসীমায় কার্গো জাহাজডুবির ঘটনায় একাধিক চীনা নাগরিকসহ ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চীনের এক কর্মকর্তা। মঙ্গলবার সন্ধ্যায় জিন তিয়ান নামের কার্গো জাহাজটি ডুবে যাওয়ার পর থেকেই ক্রুদের সন্ধানে নেমে পড়ে উদ্ধারকর্মীরা। জাপান কোস্ট গার্ড ও সামরিক বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের একাধিক নৌযান ও উড়োজাহাজের পাশাপাশি একাধিক বেসরকারি জাহাজও অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে বিবিসি।

 

জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের সাগরে যেখানে কার্গো জাহাজটি ডুবেছে সেখানে ভাসতে থাকা একটি লাইফবোটের কাছে জাপানের কোস্ট গার্ডের জাহাজ। খবর বিডিনিউজের।

জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের সাগরে যেখানে কার্গো জাহাজটি ডুবেছে সেখানে ভাসতে থাকা একটি লাইফবোটের কাছে জাপানের কোস্ট গার্ডের জাহাজ। ডুবে যাওয়ার সময় কার্গো জাহাজ জিন তিয়ানে ২২ ক্রু ছিল, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমার কাছে, জাপানের দূর দক্ষিণপশ্চিমের জনমানবহীন দুর্গম দানজো দ্বীপপুঞ্জের ১১০ কিলোমিটার পশ্চিম থেকে বিপদ সঙ্কেত পাঠায়।

পূর্ববর্তী নিবন্ধআরও বেশি লোককে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চায় ইইউ
পরবর্তী নিবন্ধসেনাশাসিত মিয়ানমারে আফিম চাষ বাড়ছে