মইনুলের সেঞ্চুরিতে দারুণ সূচনা ব্রাদার্স ইউনিয়নের

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৫১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ শুরু করেছে শিরোপা প্রত্যাশি ব্রাদার্স ইউনিয়ন। আরেক জায়ান্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে হারিয়ে দারুণভাবে শুরু করেছে ব্যাদার্স।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্সের জয় ৬ উইকেটের। এবারের লিগের প্রথম সেঞ্চুরি করেছেন ব্রাদার্স ইউনিয়নের মইনুল হাসান। চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঢাকার ক্রিকেটাররা দাপট দেখালেও এবারের মৌসুমের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন চট্টগ্রামের ছেলে মইনুল হাসান। তার সেঞ্চুরিতেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ১৪২ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মইনুল হাসান। যদিও ব্রাদার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দলের বোলাররা।

সকালে টসে জিতে সিটি কর্পোরেশন একাদশকে ব্যাট করার আমন্ত্রন জানিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন অধিনায়ক। সিটি কর্পোরেশন একাদশের দুই ওপেনার পিনাক ঘোষ এবং শোভন উদ্দিন ব্যাট করেছেন ২৫.৫ ওভার পর্যন্ত। কিন্তু রান করেছেন মাত্র ৮৪।

যেন টেস্ট ক্রিকেটের ব্যাটিং করছিলেন দুই ওপেনার। ৮৮ বলে ৩৬ রান করা শোভনকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন আরমান। এরপর দ্রুত ফিরেন রুবেল মিয়া এবং রোকন। তবে লিখন এসে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলেন পিনাক ঘোষকে। সাথে রানের চাকাও সচল করার চেষ্টা করছিলেন লিখন। কিন্তু দুজন ৩৮ রানের বেশি যোগ করতে পারেনি। পিনাক ঘোষ ফিরেছেন ৫৪ রান করে। বল খেলেছেন ১০৮টি।

শেষ দিকে লিখনের সাথে শাহাদাত এবং সাজ্জাদ কিছুটা সঙ্গ দিলে ২০৪ রান করে সিটি কর্পোরেশন একাদশ। ৫৪ বলে ৪৮ রান করেন লিখন। এছাড়া সাজ্জাদ ১৬ এবং শাহাদাত করেন ১০ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন আরমান হোসেন। ৩টি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন।

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মইনুল হাসান এবং আবদুল্লাহ হানিফ মিলে দারুন শুরু করেন ব্রাদার্স ইউনিয়নের পক্ষে। দুজন বিচ্ছিন্ন হন ৭২ রানে গিয়ে। ৩৭ বলে ২৬ রান করে ফিরেন আবদুল্লাহ হানিফ। এরপর প্রান্তিক নওরোজ নাবিল এবং বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মোমিনুল হক বেশিক্ষন সঙ্গ দিতে পারেননি মইনুল হাসানকে।

নাবিল ফিরেছেন ১৩ আর মোমিনুল ফিরেছেন ১০ রান করে। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুবকে নিয়ে ৪৯ রান যোগ করে মইনুল। তুলে নেন নিজের এবং এবারের লিগের প্রথম সেঞ্চুরি। ৬৪ বলে হাফ সেঞ্চুরি করা মইনুল সেঞ্চুরি পূরণ করেন ১৩৪ বলে। শেষ পর্যন্ত ১৪২ বলে ১০টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১১০ রান করে ফিরেন মইনুল।

এরপর মার্শাল আইয়ুব এবং মেহেরব হোসেন মিলে ৪১.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়নের। মার্শাল আইয়ুব অপরাজিত থাকেন ২৩ বলে ২৭ রান করে। আর মেহেরব হোসেন অপরাজিত থাকেন ৭ বলে ১০ রান করে।

সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন রনি চৌধুরী। একটি করে উইকেট নিয়েছেন সাজ্জাদ হোসেন এবং মনজুরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২১.৩৯ কোটি টাকা