পাকিস্তানি ক্রিকেটাররা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৪৮ পূর্বাহ্ণ

বিভিন্ন দেশে একের পর এক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কারণে টিটোয়েন্টি খেলা ক্রিকেটারদের যেমন কদর বেড়েছে তেমনি তাদের দুষ্প্রাপ্যতাও বেড়েছে। যে কারণে বিপিএলে বিদেশি ক্রিকেটারের সঙ্কট দেখা দিয়েছিলো। কিন্তু সেই সঙ্কট অনেকটাই কেটে যায় পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়ার কারণে। একেতো ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা কম।

 

মাঝে আন্তর্জাতিক ক্রিকেটের সুচিতেও একটু ফাঁকা পাওয়া গিয়েছিলো। যে কারণে দলে দলে পাকিস্তান থেকে ক্রিকেটাররা ছুটে এসেছে বিপিএল খেলতে। যদিও তাদেরকে ফাইনাল পর্যন্ত পাওয়া যাবে না এটা জানাই ছিল। তবে বিপিএল ফ্রাঞ্চাইজিদের ধারণা ছিল এলিমিনেটর এবং কোয়ালিফায়ার পর্যন্ত হয়তো পাওয়া যাবে পাকিস্তানি ক্রিকেটারদেরকে। কিন্তু এখন সেটা আর হচ্ছে না।

কারণ এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের সূচি প্রকাশ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি লিগ। যেখানে ক্রিকেটারদের ফ্রেশভাবে পেতে ২ ফেব্রুয়ারির মধ্যেই তাদেরকে দেশে ফিরতে বলা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বুধবার পিসিবির পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে বিসিবির কাছে। ওই চিঠিতে বিসিবির কাছে পিসিবি অনুরোধ করেছে, যেন ২ ফেব্রুয়ারির মধ্যে তাদের সব ক্রিকেটারকে ছেড়ে দেয়া হয়। যদিও সেই চিঠিতে একটি অপশন জুড়ে দিয়েছে তারা।

তাতে বলা হয়েছে, যদি কোনো ক্রিকেটার তার নিজের ফ্রাঞ্চাইজির সঙ্গে সমঝোতা করে আরও কিছুদিন বিপিএল খেলতে চায়, তাহলে সে ক্ষেত্রে অনুমতি দেবে পিসিবি। ওই ক্রিকেটার ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলতে পারবে এবং অবশ্যই তাকে ৮ ফেব্রুয়ারির মধ্যে ফিরতে হবে। পিসিবির চিঠির বক্তব্য এরই মধ্যে বিপিএলের সব ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে বিসিবি।

একটা সুযোগ থাকার কারণে পাকিস্তানি ক্রিকেটাররা তাদের পিএসএল ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করছে, যেন অন্তত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিপিএল খেলতে পারে। এবারের বিপিএলে শুরু থেকে এখনও পর্যন্ত মোট ২২জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছেন বিভিন্ন দলের হয়ে। আজ শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে শুরু আগ্রাবাদ নওজোয়ানের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আন্তঃ স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন