সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল বৃহস্পতিবার মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় নওজোয়ান ২ উইকেটে স্টার ক্লাবকে পরাজিত করে। টসে জিতে স্টার ক্লাব প্রথমে ব্যাট করে।
৪৩.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৩৪ রানসংগ্রহ করে। দলের পক্ষে মো. নোমান ৩৩,আল নোমান ৩১,সাজ্জাদ হোসেন ২৯ এবং মাকসুদুল রহমান ১২ রান করে। নওজোয়ানের মাজহারুল ইসলাম ৩টি এবং উসমান গনি ২টি উইকেট লাভ করেন।
জবাবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৩৩ ওভার খেলে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে নেয়। নওজোয়ানের পক্ষে শরীফ আহমেদ ২৩,সাফয়েত ইফতি ৩২, শাহিদুল অনিক ১৭,সুদীপ্ত দেব ১৬ রান করেন। অতিরিক্ত রান হয় ১৫। স্টার ক্লাবের সাজ্জাদ হোসেন ৩টি এবং মাজহারুল হক ২টি উইকেট লাভ করেন।