৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর কাপ দিবা–রাত্রি অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট–২৩ আয়োজন করা হচ্ছে। চান্দগাঁও আবাসিক এলাকার বি–ব্লক বালির মাঠে টুর্নামেন্টের সব খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের শেষ সময় আগামী ৩০ জানুয়ারি। এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে ট্রফিসহ প্রাইজমানি দেয়া হবে। প্রত্যেক খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হবে। বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৭১৪–২৮২১৭৬ ও ০১৮১৪–৭৬৯৮৬৩ নাম্বারে। প্রেস বিজ্ঞপ্তি।