কালভার্টের মাঝে বৃহদাকার গর্ত, অচল পুরো সড়ক

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:০২ পূর্বাহ্ণ

পশ্চিম শেখের তালুক গ্রামের বজলুর রহিম চৌধুরী সড়কটি মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘ দুবছর ধরে অচল হয়ে আছে কালভার্টের মাঝখানে আস্তরণ খসে পড়া একটি বৃহদাকার গর্তের জন্য।

 

সড়ক দিয়ে চলাচলকারী আফতাব উদ্দিন চৌধুরী নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ইউনিয়নের কচুয়া, বিবির পুকুর, খোরমাওয়ালাসহ কয়েক গ্রামের মানুষের সংযোগ সড়ক হল এই পশ্চিম শেখের তালুক গ্রামের বজলুর রহিম চৌধুরী সড়ক। এই এলাকার হাজারো মানুষকে মীরসরাই সদরে ও আবুতোরাব যেতে হয় এই সড়ক দিয়ে। গত প্রায় দুই বছর হয়ে গেছে রাস্তাটির সংস্কার নেই

বরং মাঝপথের কালভার্টটির মাঝখানের আস্তরণ খসে পড়ে বিশাল গর্ত সৃষ্টি হলে একেবারে অচল হয়ে পড়ে পুরো রাস্তাটি। জরুরি প্রয়োজনে কয়েক গ্রামের সবাইকে দুই থেকে তিন কিলোমিটার ঘুরপথে চলাচল করতে হয়। অথচ এই সড়কের পার্শ্বেই সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী ও তার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরীর বাড়ি। তবু অবহেলায় পড়ে আছে গুরুত্বপূর্ণ এই সড়কটি।

এই বিষয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুুরীর কাছে জানতে চাইলে বলেন, আমি এই রাস্তাটির বিষয়ে কয়েক বছর আগেই উপজেলা প্রকৌশলী বিভাগে চাহিদাপত্র প্রদান করে তদবির করে আসছি। কিন্তু এখনো কেন কাজ হচ্ছে না বুঝতে পারছি না।

তবে এই বিষয়ে উক্ত সড়কের তদারকি কর্তৃপক্ষ উপজেলা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, রাস্তাটি ও ভাঙা কালভার্টটির জন্য আলাদা টেন্ডার হয়েছে। কালভার্টের ওয়ার্ক অর্ডার অনুযায়ী খুব শীঘ্রই কাজ শুরু হবার কথা। আশা করছি আর বেশিদিন এলাকাবাসীকে কষ্ট করতে হবে না।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়তে লাগবে স্মার্ট জনগণ
পরবর্তী নিবন্ধআবদুল হাকিম মাইজভাণ্ডারী ছিলেন বিনয়ের প্রতীক ও ত্যাগের দৃষ্টান্ত