পটিয়ার কোলাগাঁওয়ে এনার্জিপ্যাক পাওয়ার প্ল্যান্টে (বিদ্যুৎ কেন্দ্র) ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুন বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। তবে প্ল্যান্টের নিরাপত্তারক্ষী ও কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলে বড় ধরনের অগ্নি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিদুৎ কেন্দ্রটি। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে কোলাগাঁও ইউনিয়নে বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. শাহজামির জানান, আনুমানিক রাত ৮টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের মানুষ বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে উঠে। আমার বাড়ির উঠানেও এক টুকরা আগুনের ফুলকি এসে পড়ে। তবে শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিদ্যুৎ কেন্দ্রটি।
এ বিষয়ে জানতে চাইলে প্ল্যান্টের সিকিউরিটি ইনচার্জ মো. কাসেম জানান, প্ল্যান্ট ট্রান্সফরমার (পিটি) বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্ল্যান্ট এলাকার ভিতরে আগুন লাগার আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্ল্যান্টের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জানতে চাইলে পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা বেলাল জানান, এনার্জিপ্যাক পাওয়ার প্ল্যান্ট নামক কোনো বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবর আমরা পাইনি।