সীতাকুণ্ডে কবরস্থান থেকে মনির খান মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের হাম্মাদিয়া দীঘির পাড়স্থ কবরস্থান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া যুবক মাগুরার মোহাম্মদপুরের নাওভাঙা এলাকার জমির মোল্লার পুত্র। তিনি জিপিএইচ ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, বৃহস্পতিবার সকালে হাম্মাদিয়া দীঘিরপাড়স্থ কবরস্থানে যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। কবরস্থানটি পাহাড়ের সঙ্গে লাগোয়া ও ছোটবড় নানারকম গাছে ভর্তি। সেখানে একটি গাছে তার লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন লক্ষ করা যায়নি। এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।