বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই রিমান্ডে

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৭ অপরাহ্ণ

নগরীর সদরঘাট এলাকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ছাত্রীটির দুলাভাই জুনাইদুল হক সিদ্দিকীকে (৩৫) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এই আদেশ দেয়।

জুনাইদুল হক সিদ্দিকী নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল বউবাজার এলাকার রিজুয়ানুল হক সিদ্দিকীর ছেলে।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট এএম জিয়া হাবীব আহসান বলেন, “একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুলাভাই জুনাইদুল হক সিদ্দিকীর ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান।”

আদালত শুনানি শেষে আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে ওই ছাত্রীর বড় বোনের সঙ্গে জুনাইদুল হক সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়। গত ২০ জানুয়ারি গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাতে বাসায় একা পেয়ে ওই ছাত্রীকে দুলাভাই জুনাইদুল হক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীর মেঝ বোন বাসার দরজা ধাক্কা দিলে দরজা না খুলে গলা চেপে ধরে ছাত্রীটিকে হত্যার চেষ্টা করে জুনাইদুল।

এক পর্যায়ে ধাক্কার কারণে দরজার ছিটকিনি খুলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করেন মেঝ বোন।

সদরঘাট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জুনাইদুল হক সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গত ২১ জানুয়ারি সদরঘাট থানায় একটি মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদিতে শ্বাসকষ্টে লোহাগাড়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বেপরোয়া বাসের ধাক্কায় পথচারী নিহত