সৎসঙ্গ আশ্রমে অনুকূলচন্দ্রের স্মরণ মহোৎসব কাল শুরু

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ চট্টগ্রাম জেলার উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের দুদিনব্যাপী স্মরণ মহোৎসব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। এই উপলক্ষ্যে বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগরীর রহমতগঞ্জস্থ দেওয়ানজী পুকুর লেইন সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে রয়েছে সমবেত প্রার্থনা, শিশুকিশোরদের কুইজ প্রতিযোগিতা, ঠাকুরের পূজা, সৎসঙ্গ শিক্ষাবৃত্তি প্রদান, ধর্মসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রভু তোমায় করি স্মরণ’, লীলা কীর্ত্তন, ঋত্বিক সম্মেলন, মাতৃসম্মেলন, যুব সম্মেলন, পুরস্কার বিতরণ, আনন্দবাজারে প্রসাদ আস্বাদন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি থাকবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) . প্রকাশ কান্তি চৌধুরী, হেমায়েতপুর সৎসঙ্গের কেন্দ্রীয় সভাপতি ড. রবীন্দ্রনাথ সরকার, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর অঞ্জন নন্দী, কথাসাহিত্যিক প্রলয় মজুমদার, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, অর্থনীতিবিদ ড. জ্যোতিপ্রকাশ দত্ত, . কৌশিক দেব। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভক্তদের উপস্থিত থাকার জন্য সৎসঙ্গ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক সুধীর বিকাশ দেব ও সম্পাদক চন্দনময় নন্দী টিটু এবং উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৌশলী অশোক দাশ ও সদস্য সচিব উজ্জ্বল দত্ত অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন থেকে পর্যটকবেশে ইয়াবা পাচার, আটক দুই
পরবর্তী নিবন্ধজাইকার প্রতি চকরিয়া সমিতি চট্টগ্রামের কৃতজ্ঞতা