নগরীর বায়েজিদ এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি এবং নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় দুজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা–কর্মচারী ও সিএমপির টিম সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।












