চুয়েটের ৪৮তম ব্যাচের বার্ষিক শিক্ষা সমাপনী উৎসব সংবর্ত-১৭

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪৮তম ব্যাচের ৪ দিনব্যাপী বার্ষিক শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত১৭’ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আনন্দ র‌্যালি বের হয়।

এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে এসে শেষ হয়। র‌্যালিতে ৪৮তম ব্যাচের ছাত্রছাত্রীরা নেচেগেয়ে আনন্দে মাতিয়ে রাখে। পরে কেক কেটে ৪দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন শিক্ষককর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র মঞ্চ চট্টগ্রাম জেলার সমাবেশ
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসন একসাথে কাজ করতে হবে