চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১২.২৬ কোটি টাকা। মোট ৪,৯২৮টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৭৬.১৮ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩২.২৬–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙের মূল্যসূচক ১.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৭৫.৮৯ পয়েন্টে। সিএসইএসমেঙ ইনডেঙের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৬৭.৮০ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৪,৩৫৪.৮১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,৭৭৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৭০টির।