কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ৬ উইকেটে হারিয়েছে শতদল ক্লাবকে। সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে শতদল প্রথমে ব্যাট করে। ৪৩.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে সাকিব হোসেন ৩৬, মাহমুদুল হাসান ২৫ এবং তাহিম ইব্রাহিম ২০ রান সংগ্রহ করেন। সীতাকুণ্ডের রাবিবুল হোসেন, আবদুস সোবহান এবং মোমিনুর রহমান প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। জবাবে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা ১৩.১ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে নেয়। সাজ্জাদ হোসেন ২৮ বলে সর্বোচ্চ ৫৭ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া ওপর ওপেনার শাওন ইসলাম ৩১ এবং মোহাম্মদ সোহাগ ২৩ রান করেন। শতদল ক্লাবের সাকিব হোসেন ৩টি উইকেট দখল করেন।