নগরীর মোহাম্মদপুরে ১১ দোকান পুড়ে ছাই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় ১১টি সেমিপাকা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ৭ নম্বর পশ্চিম ষোলশহর মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হারুন বলেন, রবিবার রাত ১টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দুটি স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১১ জন মালিকের ১১টি সেমিপাকা দোকান পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধরেল স্টেশন এলাকায় ইয়াবা হাতে যুবক গ্রেপ্তার