রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ড দুটি গরু দগ্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বসতঘর ও একটি গোয়ালঘর এবং এ ঘটনায় দুটি গরু দগ্ধ হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আবদুল জব্বারের গোয়ালঘরে হঠাৎ করে আগুন লাগে। এতে গোয়ালে রাখা দুটি গরু দগ্ধ হয়। পরে প্রবাসী খোরশেদ আলমের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, ‘গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো আগুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধবন্দর-পতেঙ্গা এলাকায় হাসপাতাল নির্মাণে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুজনের
পরবর্তী নিবন্ধগণ-অভ্যুত্থান দিবস আজ