ফটিকছড়ির গোলটিলা এলাকায় ৩২ বছর আগে ছাত্রলীগ কর্মী তহিদুল আলমকে গুলি করে হত্যা মামলায় নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন নাছির। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জামিন চেয়ে নাছিরের পক্ষে তার আইনজীবীরা আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। একপর্যায়ে শুনানি শেষে বিচারক আবেদনটি নামঞ্জুর করেন। মামলায় এ পর্যন্ত ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে জানিয়ে পিপি আরো বলেন, এ মামলাটি আমরা দ্রুত শেষ করতে চাই। সেই অনুযায়ী আমরা কাজ করছি। আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ১৪ জুন ফটিকছড়ির গোলটিয়া এলাকায় গোলাগুলিতে নিহত হয় ছাত্রলীগের কর্মী তহিদুল আলমের। এ সময় সঞ্জিত কুমার দে নামের অপর এক যুবকও নিহত হয়। এ ঘটনায় তহিদুলের চাচাতো ভাই মো. জাফর একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফটিকছড়ির রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা ছিলেন তহিদুল। আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে গোলাগুলিতে মারা যান তিনি। ছাত্র শিবিরের অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে এজহারে উল্লেখ করা হয়।
আদালত সূত্র জানায়, তহিদুল হত্যা মামলায় ১৯৯২ সালের ২ জুন তদন্তকারী কর্মকর্তা শিবির নাছিরকে প্রধান করে ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এর কিছুদিন পর ১৩ জুলাই গ্রেপ্তার হয় নাছির। পরবর্তীতে ২০০৮ সালের ২৫ মে নাছিরসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।









