দুর্ঘটনার দুই মাস পর মৃত‌্যু বাঁশখালীর চাম্ব‌লের জালালের

বাঁশখালী প্রতি‌নি‌ধি | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৭:২৭ অপরাহ্ণ

বাঁশখালীর পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা এলাকার মাওলানা জালাল উদ্দিন (৬৫) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই মাস পর মৃত্যুবরণ করেছেন।

তিনি গত বছরের ২৩ ন‌ভেম্বর বাঁশখালী উপ‌জেলা ভূমি অফিসের সামনে মোটরসাই‌কেল দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছি‌লেন। সামান‌্য সুস্থ হ‌লে তা‌কে বা‌ড়ি নি‌য়ে আসা হয়। দুই মাস পর আজ সোমবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার সময় নিজ বা‌ড়ি‌তে ই‌ন্তেকাল ক‌রেন।

প‌রে বিকাল আড়াইটার সময় পশ্চিম চাম্বল ডেপুটিঘোনা রহমানিয়া আমিনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শে‌ষে তাকে পারিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হয় ব‌লে পা‌রিববা‌রিক সূত্রে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধরজব মাসের চাঁদ দেখা গেছে, শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু