নিরাপদ সড়ক উপহার দেয়া আমাদের সকলের দায়িত্ব

নগরীতে সড়কে শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম

| সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

সিএমপি ট্রাফিকদক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন বলেছেন, সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যুবরণ বা পঙ্গুত্ববরণ কখনো আমাদের কাম্য নয়। নিরাপদ সড়ক উপহার দেয়া আমাদের সকলের দায়িত্ব। প্রতিযোগিতামূলক মনোভাব, ওভার টেকিং, ওভার লোড, ওভার স্পিড ও অদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সাইন মেনে গাড়ি চালালে সড়কে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। যাত্রী, চালক ও পথচারীদের জীবনের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রেখে গাড়ি চালাতে হবে। ফিটনেসবিহীন গাড়ি চালানো থেকে চালকদের বিরত থাকতে হবে।

গতকাল রোববার নগরীর বাকলিয়াস্থ কর্ণফুলী নতুন ব্রীজ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ট্রাফিকদক্ষিণ বিভাগ আয়োজিত দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা রক্ষা ও সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিএমপি ট্রাফিকদক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে ও টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত চালকদের প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন টিআই (বাকলিয়া) মো. মুকিত হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মুছা, দক্ষিনাঞ্চল মালিকশ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. মহিউদ্দিন, চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, আবদুল জলিল লিটন, মো. নজরুল ইসলাম দুলাল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন পরিবহনের চালকহেলপারগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সিইউএসএসের জলবায়ু পরিবর্তন শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধঅপপ্রচারকারীরা মৃত্যুর মত বিষয়কে নিয়েও গুজব ছড়াচ্ছে : কাদের