আমেরিকায় চীনা নববর্ষ উৎসবে গুলি, নিহত ১০

| সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বলরুম নাচের স্টুডিওতে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছে, পুলিশ জানিয়েছে। তারা বলছে, এই ঘটনায় আরও ১০ ব্যক্তি আহত হয়েছে এবং সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক। শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে এই ঘটনা ঘটে। এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ঐ শহরে জড়ো হয়েছিলেন। খবর বিবিসি বাংলার।

লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানাচ্ছে, হামলাকারী একজন পুরুষ। তারা একজন সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে যে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। কিন্তু তার সম্পর্কে অন্য কোনো বিবরণ দেয়নি। ক্যাপ্টেন অ্যান্ড্রু মায়ার জানাচ্ছেন, জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারাই নিশ্চিত করেছে যে ১০ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল থেকে গুরুতর পর্যন্ত বর্ণনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধডিম না পেয়ে মুরগির পেছনে ছুটছে নিউজিল্যান্ডবাসী
পরবর্তী নিবন্ধনামীদামি কোম্পানির মোড়ক লাগিয়ে বিস্কুট বিক্রি