সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে নগরীর নিউমার্কেট মোড়ে গতকাল শনিবার বিকেলে সমাবেশে ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় শিক্ষাক্রম–২০২০ ও ভুলে ভরা নিম্নমানের পাঠ্যপুস্তক বাতিল এবং সকল প্রকার শিক্ষা উপকরণের মূল্য কমানোর দাবি করেন নেতৃবৃন্দ।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রায়হান উদ্দিন, নগর শাখার সহসভাপতি ফারিস্তা চৌধুরী, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ। সমাবেশ পরিচালনা করেন নগর শাখার সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান শাসকগোষ্ঠীও একইভাবে একটি বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা টিকিয়ে রেখেছে। প্রতিনিয়ত শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে শিক্ষাকে ক্রমাগত বেসরকারিকরণের মাধ্যমে ব্যবসায়িক পণ্যে পরিণত করেছে। সাধারণ জনগণের কাছে শিক্ষা পরিণত হয়েছে একটি বিলাসী পণ্যে। সমাবেশে বক্তারা অবিলম্বে সকল প্রকার শিক্ষা উপকরণের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং শিক্ষাক্ষেত্রে বিরাজমান সকল বাণিজ্যিক–সংকোচন নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে একই ধারার, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, বৈষম্যহীন, একমুখী, গণতান্ত্রিক শিক্ষার দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে একটি প্রাক্তন–বর্তমান পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয় সংগঠন কার্যালয়ে। পুনর্মিলনী সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কামরুল হক মারুফ, নাজিম উদ্দিন বাপ্পী, সেলিম উদ্দিন, সেমিনা ইসরাত, জোবাইর বীণা, মবিনুল হক সাব্বির, শাহেনা আক্তার, স.ম. ইউনুস, নুরুল আরশাদ চৌধুরী, নাসিম মিনহাজ, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, অলোক চক্রবর্তী, সুমিত দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।