লোহাগাড়ার আমিরাবাদে আগুনে পুড়ে গেছে ৫ পরিবারের বসতঘর। আজ শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মাস্টার ফৌজুল কবির, নুরুল কবির, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর ও জোলেহা বেগম।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে নুরুল কবিরের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত অন্যদের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এতে বসতঘরে থাকা সবকিছু পুড়ে যায়। এছাড়া নতুন বাড়ি নির্মাণ করার জন্য ব্যাংক থেকে উত্তোলন করে নুরুল কবিরের বসতঘরে রাখা নগদ ৮ লাখ টাকাও আগুনে পুড়ে গেছে।
আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। আগুনে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী। প্রায় ৩৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।