লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৫ পরিবারের বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ১০:৩৪ অপরাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে আগুনে পুড়ে গেছে ৫ পরিবারের বসতঘর। আজ শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মাস্টার ফৌজুল কবির, নুরুল কবির, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর ও জোলেহা বেগম।

স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে নুরুল কবিরের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত অন্যদের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এতে বসতঘরে থাকা সবকিছু পুড়ে যায়। এছাড়া নতুন বাড়ি নির্মাণ করার জন্য ব্যাংক থেকে উত্তোলন করে নুরুল কবিরের বসতঘরে রাখা নগদ ৮ লাখ টাকাও আগুনে পুড়ে গেছে।

আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। আগুনে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী। প্রায় ৩৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র-গুলিসহ ২ যুবককে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধনির্জন স্থানে নিয়ে রগ কেটে স্ত্রীকে হত্যার চেষ্টা