মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে এবার সুপার সিক্সের পালা বাংলাদেশের। যেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতকে। চারটি গ্রুপ থেকে উত্তীর্ণ ১২টি দলকে সুপার সিক্সে দুটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।
নিয়ম অনুযায়ী গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ‘ডি’ এর টেবিলের দুই ও তিন নম্বর দলের বিপক্ষে। তাই বাংলাদেশের বিপক্ষে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতকে। ২১ জানুয়ারি পচেফস্ট্রুমের শনউইস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। আবসা পুক ওভালে আরব আমিরাতের বিপক্ষে খেলবে আগামী ২৫ জানুয়ারি।












