আহনাফের সেঞ্চুরিতে রাঙ্গামাটিকে উড়িয়ে দিল চট্টগ্রাম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার অনূর্ধ্ব১৬ ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে ‘বি’ গ্রুপের খেলায় টানা তৃতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৬ ক্রিকেট দল ২১৮ রানের বিশাল ব্যবধানে রাঙ্গামাটি জেলা দলকে উড়িয়ে দিয়েছে। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা সেমিফাইনালে খেলবে।

চট্টগ্রামের ব্যাটার আহনাফ খানের দুর্দান্ত সেঞ্চুরির পর মেহরাব খান এবং জুয়েলের দারুণ বোলিং চট্টগ্রামকে বিশাল জয় এনে দেয়। টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল উদ্বোধনী জুটিতে ৪১ রান করে। তবে এরপর এক প্রান্তে ব্যাটসম্যানরা আসা যাওয়া করছিল। কিন্তু অপর প্রান্তে দৃঢ়তার সাথে দলকে টেনে নিয়ে যান আহনাফ খান। মূলত তারই সেঞ্চুরির উপর ভর করে চট্টগ্রাম দল করে ৪৯.১ ওভারে ২৫৩ রান। ইনিংসের সুচনা করতে নামা আহনাফ খান ১৫৭ বলে করেন ১৩০ রান।

২২টি চারের পাশাপাশি একটি ছক্কা মেরেছে আহনাফ। দলের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে অতিরিক্ত থেকে। ব্যাটারদের মধ্যে ইব্রাহিম ২৯, রুবায়েত খান ২১ এবং মহিউদ্দিন সোহাগ করে ১৩ রান। রাঙ্গামাটি জেলার পক্ষে শফিকুল ইসলাম নিয়েছে ৩ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে অয়ন, মনির এবং রেজাউল।

২৫৪ রানের বিশাল লক্ষ্য তাড়া নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের বোলিং তোপের মুখে পড়ে একের পর এক আসা যাওয়া করতে থাকে রাঙ্গামাটির ব্যাটাররা। শেষ পর্যন্ত মাত্র ৩৫ রান করে অল আউট গয়ে যায় রাঙ্গামাটি জেলা দল। দলের কোন ব্যাটারই দুই অংকের ঘরে যেতে পারেনি। সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। ব্যাটারদের মধ্যে ৯ রান করে শফিকুল ইসলাম। চট্টগ্রাম জেলা দলের পক্ষে জুয়েল কান্তি ৬ ওভার বল করে ৮ খরচায় নিয়েছে ৩ উইকেট। মাহির শাহরিয়ার ৬ রানে ৩টি এবং মেহরাব খান ৪ রানে নেয় তিনটি উইকেট।

পূর্ববর্তী নিবন্ধখাজা আজমেরী স্কুলের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন
পরবর্তী নিবন্ধআইপিএলের নিলামে ৮ বাংলাদেশি নারী ক্রিকেটার