বান্দরবানে বিভাগীয় কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ দ্বিতীয় যুব গেমস

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:৫২ পূর্বাহ্ণ

বান্দরবানে শেখ কামাল বাংলাদেশ দ্বিতীয় যুবগেমস চট্টগ্রাম বিভাগীয় কারাতে প্রতিযোগিতা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান জেলা শহরের হিলভিউ কনভেনশন হল মিলনায়তনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এসময় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী, তুলুস সামস্‌, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ’সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ৮টি জেলার দুই শতাধিকের বেশি প্রতিযোগী অংশ নেন। কাতা ও কুমি’তে দুটি ইভেন্টে নারী ও পুরুষ খেলোয়ার অংশ গ্রহণ করে। নারী একক কাতায় স্বর্ণ পদক জয় করেন বান্দরবানের রুইতং ম্রো, দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য জিতেছেন বান্দরবানের শুইনাই প্রু মারমা, তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন চট্টগ্রামের প্রগতা চাকমা ও তারিফা। পুরুষ একক কাতায় স্বর্ণ জয় করেন বান্দরবানের সিংকিউ মারমা,রৌপ্য নোয়াখালীর মহরম আলী ও ব্রোঞ্জ বান্দরবানের রেংহিন ম্রো ও চট্টগ্রামের জারিফা।প্রতিযোগিতা শেষে রাতে বিজয়ী প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধআক্তারুজ্জামান চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রতিনিধি সভা
পরবর্তী নিবন্ধখাজা আজমেরী স্কুলের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন