চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে মাটি কাটা চলে প্রতি রাতেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত কাটার উৎসবে মেতে উঠে স্থানীয় সংঘবদ্ধ একটা চক্র। রহমতপুর গাছুয়া মগধরাসহ প্রায় প্রতিটি ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে ব্যাক্তি মালিকানাধীন ও খাসজমি থেকে চলে মাটি কাটার মহোৎসব।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন জানতে পারেন যে, রহমতপুর ইউনিয়ন থেকে অবৈধ মাটি কাটা হচ্ছে। খবর পেয়ে নিজ দায়িত্বে মোটরসাইকেল নিয়ে অভিযানে গেলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।
এসময় পাশের মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এসিল্যান্ডের উপস্থিতি টের পেয়ে ৩টি মাটিভর্তি ট্রাক রেখে পালিয়ে যায় চালকরা। তবে একটিকে ড্রাইভারসহ আটক করেন তিনি।
আটক ট্রাক ড্রাইভার বলেন, রহমতপুর বেড়িবাঁধ থেকে মাটি নিয়ে যাচ্ছে কমপ্লেক্স গলিতে। আর এই মাটি বিক্রি করছে এক যুবলীগ নেতাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর একইভাবে সরকারি খাস জমি থেকে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানা দিয়ে আবারও শুরু করেছেন সেই একইভাবে সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিক্রি করা।
কনকনে এ শীতের গভীর রাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি ট্রাক আটকের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন বলেন, আমি তথ্য পেলে সব সময় মাঠে অভিযান করে থাকি। বৃহস্পতিবার রাত ১২ টায় খবর আসে রহমতপুর বেড়িবাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। তৎক্ষণাৎ আমি সাথে সাথে একাই বেরিয়ে গেছি। রাস্তায় ৪টা মাটি ভর্তি ট্রাক পেলেও ৩টি ট্রাক পালিয়েছে। বাকী ১টি মাটি ভর্তি ট্রাক আটক করে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের জেল দেয় মোবাইল কোর্ট।