ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাংসের দোকান ও মাছ বাজারে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার পৌরসভার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, পৌরসভার বড়বাজারে মাংসের দোকান ও মাছ বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করার সময় আনোয়ার সওদাগরের মাংসের দোকানে ওজনে কম দেওয়ার অপরাধে ৫ হাজার এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ টি মাছের দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বাজারের অন্যান্য দোকানদার ও বাজার সমিতির সদস্যদের আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য পরামর্শ দেওয়া হয়। এ সময় হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ এবং বিএসটিআই চট্টগ্রামের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএবার রাঙ্গুনিয়ায় আগুনে অঙ্গার একটি গরু
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ চ্যানেলে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস