জামালখানে পিঠা প্রতিযোগিতা ও মাঘোৎসব ২৭ জানুয়ারি

| শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরে প্রথমবারের মতো মাঘোৎসব ও পিঠা প্রতিযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। ২৭ জানুয়ারি নগরীর জামালখানে ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ডা. এম এ হাশেম স্কয়ারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পিঠা উৎসবের উদ্বোধন করবেন রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব সোলায়মান আলম শেঠ। পরে কলাকেন্দ্রের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরীর সভপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম নগর মহানগর আওয়ামী লীগ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখবেন কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন।

উৎসবে পিঠার স্টল নিতে ইচ্ছুকদের কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক সুজিত ভট্টাচার্য দোলনের সঙ্গে ০১৮১৯১৭৪৪৮৪ ও প্রচার সম্পাদক সুজিত চৌধুরী মিন্টুর সঙ্গে ০১৮২৬১৩০১৪২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফসলি জমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধগোলাম আকবর খোন্দকারসহ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহার দাবি