বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ : নগরীতে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চট্টগ্রাম বিভাগীয় শাখা মোহরা ওয়ার্ড নং ৫ সিটি কর্পোরেশন এলাকায় লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্ত্বে শীতবস্ত্র ও মশারি বিতরণ করা হয়। প্রবীণ হিতৈষি সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি মতিলাল দেওয়ানজী, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, যুগ্ম সম্পাদক শহীদ সরোয়ার খান, অর্থ সম্পাদক হারুনুর রশীদ খান সহ আরও উপস্থিত ছিলেন গভর্নর এডভাইজর লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মো. কামরুজ্জামান লিটন, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা, লায়ন মেজবাহ উদ্দিন প্রমুখ।
রাঙ্গুনিয়া উপজেলা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ার বিভিন্ন এতিমখানা, আশ্রম ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের মাধ্যমে এসব কম্বল দেয়া হয়। বুধবার কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, সাংবাদিক জগলুল হুদা, উপজেলা বৌদ্ধ সমিতির সহ–সমাজ কল্যাণ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
বান্দরবান পুলিশ নারী কল্যাণ সমিতি : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে পুলিশের নারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বান্দরবান জেলা পুলিশের সহযোগিতায় সদর থানা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি শতাধিক গরীব দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এসময় পুলিশ সুপারের সহধর্মিনী সোহানা তারিক, বান্দরবানের সহকারি পুলিশ সুপার মো. ছালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
হৃৎস্পন্দন ট্রাস্ট : কাপ্তাই প্রতিনিধি জানান, চট্টগ্রামস্থ তরুণ ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থী দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন ‘হৃৎস্পন্দন’ এর উদ্যোগে কাপ্তাই উপজেলার দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। ‘মানবতার সেবায় খুঁজি এগিয়ে চলার প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে হৃৎস্পন্দন কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগানে চা শ্রমিক, জেলে এবং স্থানীয় দেড় শতাধিক দরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং চা বাগানের পরিচালক ফয়সাল আমিন কাদেরী।

বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের সেন্টার ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) ক্লাবের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। আইন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের শিক্ষক আসমা আল আািমন, আমিনুল হক সিদ্দিকী, রিদুয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : মহিউদ্দিন চৌধুরী ফাউণ্ডেশনের উদ্যোগে বুধবার রাতে নগরীর বিভিন্ন মোড়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মহিউদ্দিন চৌধুরী ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগ নেতা শেখ বশির আহমদ, ফাউণ্ডেশনের সদস্য সৈয়দ রবিউল হাসনাত রবিন, মাহফুজ, রাসেল, ছাত্রনেতা ওমর ফারুক সজিব ও মেহেরাজ সুজন।

সিএমপি ও কমিউনিটি পুলিশিং : নগরীর বাটালী হিলস্থ ইসলামিয়া তাহ্িফজুল কুরআন মাদরাসা ও এতিমখানায় সিএমপি ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গত ১৭ জানুয়ারি সিপিডিএলের আর্থিক সহায়তায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, কমিউনিটি পুলিশিং মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা, খুলশী ফারির ইনচার্জ মো. নুরুল আবসার, কমিউনিটি পুলিশিং মহানগরের সদস্য জাফর ইকবাল সহ সিএমপির কর্মকর্তাবৃন্দ।












