নগরীতে কিশোরী ছিনতাইকারী ধরা পড়েছে। এক গৃহবধূর কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট দুই কিশোরীকে আটক করেছে। তাদের সাথে থাকা অপর এক যুবক পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, আগ্রাবাদের শাহানা ইয়াসমিন নামের একজন গৃহবধূ গত বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ দেওয়ানহাট এলাকার ফুটপাত ধরে হেঁটে একটি দোকানে যাচ্ছিলেন। এই সময় দুইজন কিশোরীসহ কয়েকজন তাকে ঘিরে ধরে সর্বস্ব কেড়ে নেয়। শাহানা ইয়াসমিনের চিৎকারে দেওয়ানহাট মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট শুভ চৌধুরী দৌঁড়ে আসলে ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে যায়। সার্জেন্ট শুভ চৌধুরী দুই কিশোরীকে ধরে ফেলেন।
দুই কিশোরীর কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, একটি দামি মোবাইল ফোন এবং কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। আটক করা দুই কিশোরী ছিনতাইকারীকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ডবলমুরিং থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ শাহানা ইয়াসমিনের কাছ থেকে ছিনিয়ে নেয়া টাকাসহ বিভিন্ন জিনিসপত্র তার কাছে হস্তান্তর করে। বয়স বিবেচনায় দুই কিশোরীকে গ্রেপ্তার না করে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
দুই কিশোরী ঘটনা স্বীকার করেছে। তারা তাদের দলপতির নাম ঠিকানাও প্রকাশ করেছে। উক্ত গ্রুপ লিডারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন। ট্রাফিক সার্জেন্ট শুভ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আসলে ডিউটি করছিলাম। হঠাৎ জটলার মতো দেখে কৌতুহলী হয়ে এগিয়ে গিয়ে ঘটনা জানতে পারি।











