নগরের কোতোয়ালীর আছদগঞ্জ এলাকার খুইল্যা মিয়া মার্কেট থেকে প্রায় তিন হাজার কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাসের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ। এছাড়াও অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শাহজাদা মো. শামসুজ্জামান, মো. মনির হোসেন এবং ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। আজকের অভিযানে প্রায় তিন হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।











