চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে একটি কাঁচা বসতঘর, দগ্ধ হয়েছে ৫টি গরু, মারা গেছে একটি, আহত হয়েছে এক ব্যক্তি।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাইশ্যার ডেবা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার বলেন, “আবদুল মান্নানের বসতঘরে হঠাৎ আগুন লেগে পুরো ঘর পুড়ে যায়। বসতঘরের পাশে গোয়ালঘরে রাখা ৫টি গরু দগ্ধ হয়। মারা গেছে একটি গরু। আগুন থেকে গরু বের করতে গিয়ে আহত হন আবদুল মান্নান। তিনি স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। আগুন লাগার পর স্থানীয় লোকজনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।”
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, “ঘটনাস্থলে যাওয়ার মাঝপথে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে আমরা ফিরে আসি। অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”