বহুবর্ষজীবী জল ধারণের ক্ষমতা হারিয়েছে কক্সবাজারের মাটি

কক্সবাজার প্রতিনিধি

তীব্র হচ্ছে পানি সংকট | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের পরিবেশগত অবস্থা মূল্যায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, যথেচ্ছ ব্যবহারের কারণে কক্সবাজার শহরসহ জেলার উপকূলবর্তী এলাকায় ভূগর্ভস্থ সুপেয় পানির স্তর দিনদিন নীচে নেমে যাচ্ছে। মিঠা পানির জলাধারে লবণাক্ত পানির অনুপ্রবেশ ঘটছে এবং সহনীয় মাত্রার অতিরিক্ত তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্বও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে আমাদের কৃষি জমিগুলো বহুবর্ষজীবী জল ধারণের ক্ষমতা হারিয়েছে। এছাড়া বায়ূ দূষণ, শব্দদূষণ ও মাটি দূষণের হারও আশংকাজনকহারে বাড়ছে।

পাহাড়কাটা, বন ধ্বংস, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের কারণে কক্সবাজার পরিবেশগতভাবে এখন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। পরিবেশের উপর এই ধ্বংসযজ্ঞ না থামালে এবং হারিয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা না হলে খুব শীঘ্রই কক্সবাজারে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

পানি সংকট সমাধানে বর্ষাকালে বৃষ্টির পানি ধরে রাখা এবং এ জন্য প্রতিটি এলাকায় বড় বড় জলাধার তৈরির পরামর্শ দিয়ে বলা হয়, আমরা যদি সমুদ্রপৃষ্ঠের এক মিটার উপরে মিঠা পানি ধরে রাখতে পারি, তাহলে ভূগর্ভস্থ মিঠাপানির স্তর ৪০ গুণ বেশি বা ৪০ মিটার নীচে নেমে যাবে। গতকাল বুধবার সকালে কক্সবাজার সাগরপাড়ের এক হোটেলে স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন গ্রীণ কক্সবাজার, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এবং ওয়াটার কিপার্স আয়োজিত এক মতবিনিময় আলোচকরা আরও বলেন, পরিবেশ সমীক্ষা ছাড়াই নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে পরিবেশগতভাবে দীর্ঘস্থায়ী ক্ষতিকর শিকার হচ্ছে কক্সবাজার। এতে লাভের চেয়ে ক্ষতি বেশিই হচ্ছে।

‘ওয়াটার কিপার্স’ এর বাংলাদেশ প্রতিনিধি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রীণ কক্সবাজার ও জেলা বাপা সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, ‘প্রকৃতি অধ্যয়ন’ এর চেয়ারম্যান আহমদ গিয়াস, জেলা বাপা সহসভাপতি এইচএম এরশাদ, সাধারণ সম্পাদক করিমউল্লাহ প্রমূখ বক্তব্য দেন। আলোচনার শুরুতে এই বিষয়ে কক্সবাজারের পরিবেশ সংগঠনের নেতাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় ওঠে আসা পরিবেশ বিষয়ক পরিস্থিতি উপস্থাপন করেন ‘ওয়াটার কিপার্স’ এর ব্যবস্থাপক ও পরিবেশবিদ ইকবাল ফারুক।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির মাসিক অপরাধ সভা
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৭১তম বোর্ড সভা