পিকআপে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরির চেষ্টা

সীতাকুণ্ড প্রতিনিধি

দুই যুবককে আটক করে গণধোলাই | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পুলিশের স্টিকারযুক্ত পিকআপ নিয়ে গরু চুরি করতে গিয়ে ধরা খেয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে দুই যুবক। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এসময় একটি গরুসহ পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও থানা হেফাজতে নেয়া হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হল, সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকার বাসিন্দা শাওন দাশ (২২) ও পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর এলাকার বাসিন্দা মো. আমির হোসেন (১৯)

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসাইন বলেন, ভোররাতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর চেষ্টাকালে পিছু ধাওয়া করে এলাকাবাসী দুই গরু চোরকে আটক করে। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটকের পাশাপাশি পরিবহনে ব্যবহৃত পুলিশের স্টিকারযুক্ত পিকআপটি জব্দ করেন। মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, জনগণ গরুসহ চোরদের আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুজনকে আটক করে। মানুষকে বিভ্রান্ত করার লক্ষে গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা দুই বছর বয়সী একটি গরুর বাছুর স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। তদন্তের পর প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধস্থায়ীভাবে পঙ্গু হতে চলেছেন তসলিমা নাসরিন!