জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়ৈকাড়া এলাকার মৃত সৈয়দ মো. শরীফ উল্লাহর পুত্র সৈয়দ মো. এরশাদ উল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত পিবিআইকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন, পূর্ব বাড়ৈকাড়া ছৈয়দ বাড়ী এলাকার মৃত আহমদ উল্ল্যার পুত্র সৈয়দ শামসুদ্দিন (৭৮), তার কন্যা সৈয়দা নুরু ন্নাহার বেগম (৬৯) ও সৈয়দ মোহাম্মদ উল্ল্যাহর পুত্র ও সাবেক ইউপি সদস্য সৈয়দ জাবেদ সরোয়ার (৩৯)।
মামলার বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান, জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হেবা করে নিতে কম্পিউটারের মাধ্যমে সৈয়দ শামসুদ্দিনের জাতীয় পরিচয়পত্রে মাতার নাম সৈয়দা তরিকা খাতুন বাদ দিয়ে সৈয়দা মস্তুরা খাতুন লিপি করা হয়েছে। ওই জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করে রেজিস্ট্রি অফিসে দাখিল করে একটি হেবার ঘোষণাপত্র দলিল সৃজন করে।
অন্যদিকে হেবার ঘোষণাপত্র দলিলে সৈয়দ শামসুদ্দিনের প্রকৃত জন্ম তারিখ পরিবর্তন করেও জালিয়াতি করা হয়েছে। দলিলে সৈয়দ শামসুদ্দিন ও সৈয়দা নুরুন্নাহার বেগম একই পিতার কিন্তু দুই মাতার সন্তান হওয়া সত্ত্বেও জাল জালিয়াতি করে একই মাতার সন্তান দাবি করে হেবার ঘোষণাপত্র দলিল সৃজন করে।