শুলকবহর ওয়ার্ডস্থ এশিয়ান হাউজিং সোসাইটি জামে মসজিদকে ৬ষ্ঠ তলায় সমপ্রসারণের লক্ষ্যে নির্মাণ কাজ গত ১৬ জানুয়ারি শুরু হয়েছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম।
মসজিদ উন্নয়ন ফান্ড ও স্থানীয়ভাবে সংগৃহীত আর্থিক সহযোগিতায় শুরু হওয়া এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান হাউজিং সোসাইটি জামে মসজিদের সভাপতি শামসুল আলম, এস এম খালেদ বাবলু, মৌলানা জাহাঙ্গীর আলম, এশিয়ান হা/ সো. সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, মো. ফরিদ, এটিএম তফাজ্জল হোসেন, লুৎফর রহমান চৌধুরী, মো. আলী, মো. শাহজাহান, মৌলানা আবুল বশর, আব্দুস সবুর, আখতার কামাল, মোহাম্মদ ওসমান, দৌলত রহমান, ডা. মাসুম, মো. মোরশেদ আলম, জানে আলম প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু রায়হান মিল্লাত। প্রেস বিজ্ঞপ্তি।