শেষটা রাঙানোই এখন লক্ষ্য চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

ঢাকায় দুই ম্যাচের একটিতে জিতে চট্টগ্রামে এসেছিল স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রত্যাশা ছিল নিজেদের মাঠে সবকটি ম্যাচে জেতা। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি স্বাগতিকদের। এরই মধ্যে নিজেদের মাঠে দুটি ম্যাচে হেরে বসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচে বরিশালের কাছে আর তৃতীয় ম্যাচে কুমিল্লার কাছে। মাঝখানে ঢাকার বিপক্ষে ম্যাচটি জিতেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফলে ৫ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যদিও নিজেদের মাঠে আর একটু ভাল করতে পারলে পয়েন্ট তালিকার আরো উপরে যাওয়ার সুযোগ ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।

এখন পরের ম্যাচ গুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চ্যালেঞ্জার্সদের জন্য। কারন নক আউটে যেতে হলে এখন বেশ সাবধানে খেলতে হবে পরের ম্যাচ গুলোতে। যদিও এখনো একটি সুযোগ রয়েছে নিজেদের মাঠ থেকে আরো দুটি পয়েন্ট নিয়ে যাওয়ার। আগামী শুক্রবার নিজেদের মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শেষ ম্যাচটি খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। এই দলটির বিপক্ষে চট্টগ্রাম তাদের প্রথম জয়টি তুলে নিয়েছিল। যদিও টানা তিন ম্যাচে হারের পর গতকাল নিজেদের প্রথম জয় পেয়েছে তামিম ইকবালের খুলনা টাইগার্স। তাই তাদের জন্যও চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটি আরো বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে আগের দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারের পর গতকাল অনুশীলন করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ক্রিকেটাররা বিশ্রামে কাটিয়েছে দিনটা। কোচ কিংবা ম্যানেজম্যান্ট নিশ্চয়ই পরের ম্যাচটি নিয়ে পরিকল্পনা করেছে। কিভাবে এই ম্যাচে জিতে আরো দুটি পয়েন্ট তুলে নেওয়া যায়।

আর সে লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে আজ আবার অনুশীলনে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১২ টা থেকে অনুশীলন করবে আফিফইরফানরা। অবশ্য আরো একদিন অনুশীলনের সুযোগ পাবে চট্টগ্রাম। আগামীকাল সকাল ৯ টা থেকে অনুশীলন করবে চ্যালেঞ্জার্সরা। কারন শেষ ম্যাচটি রাঙ্গাতে হলে নিজেদের প্রস্তুত করার বিকল্প নেই চট্টগ্রামের। একদিকে চট্টগ্রামের লক্ষ্য যেখানে খুলনা উপর নিজেদের আধিপত্য বজায় রাখা তেমনি অপরদিকে খুলনা চাইবে আগের দেখায় হারের প্রতিশোধ নিতে। কারন পয়েন্ট তালিকায় তাদের অবস্থা যে আরো খারাপ। তাই নিজেদের সেরাটা দিতে হবে চট্টগ্রামকে। আর সেটা দিতেই প্রস্তুত রয়েছে আফিফরা তেমনটি জানা গেছে। দলের ম্যানেজম্যান্ট বেশ ভালভাবেই অনুধাবন করতে পারছে এখনকার ম্যাচ গুলো কতটা গুরুত্বপূর্ন। নক আউটে খেলতে হলে পরের ম্যাচ গুলোতে জয়ের কোন বিকল্প নেই চট্টগ্রামের। আর সে জন্যই নিজেদের প্রস্তুত করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা।

পূর্ববর্তী নিবন্ধকাবাডির সেমিফাইনাল ও ফাইনাল আজ ফুটবলে চট্টগ্রামের জয়লাভ
পরবর্তী নিবন্ধকুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের