মাইজভাণ্ডার গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বলেছেন, শুধু রাজনীতির জন্য নয়, আধ্যাত্মিক দৈন্যতা দূর করে, পূর্ণতা প্রদানের জন্যই ইসলাম ধর্মের আগমন। তাসাউফ ইসলামই হচ্ছে বিশ্ব মুসলিমের পথরেখা নির্ণয়ের প্রধানতম হাতিয়ার। তাসাউফ না থাকলে মুসলমানদের সারাক্ষণ পারস্পরিক সংঘাত, বিরোধের মধ্যে দেখতে পাওয়া যাবে।
তাসাউফের যে কার্যক্রম রয়েছে তা তৌহিদের অনুকূলে কর্মসূচি, তৌহিদের বিমুখী কর্মসূচি নয়। তাই এ দর্শন ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাজার শরীফ থেকে আরও সামাজিক, মানবিক, বুদ্ধিভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে হবে।
তিনি গতকাল গাউসুল আযম মাইজভাণ্ডারীর ১১৭তম মহান ১০ মাঘ ওরশ উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে তাজকেরা–এ–চেরাগে উম্মতে মুহাম্মদ (দ.) মাহফিলে বক্তব্য রাখছিলেন।
মাহফিলে বিষয় ভিত্তিক আলোচনা করেন, শাহানশাহ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার সুপার মাওলানা আবু তাহের, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা আবুল কালাম, মাওলানা মুজিবুল হক, সূফি গবেষক সেলিম উল্লাহ, মাওলানা আবুল কাসেম, মাওলানা একরাম উদ্দিন, জাহাঙ্গীর আলম জনি, আলী হায়দার বাবলু, ইউপি সদস্য তৌহিদুল আলম, আনোয়ার হোসেন, মাওলানা গিয়াস উদ্দিন। মাওলানা নাজিম উদ্দিনের সঞ্চালনায় মিলাদ কিয়াম পরিবেশন করেন তাজুল ইসলাম।












