বেসরকারি উন্নয়ন সংস্থা স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও ২০২৩–২০২৫ পর্যন্ত তিন বছর মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ১২ জানুয়ারি স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা সংস্থার সভাপতি মোহাম্মদ হারুন উর রশীদের সভাপতিত্বে সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়–২ এর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন বখতিয়ার আলম। সভা সঞ্চালনা ও সংস্থার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিকদার। সভার শুরুতে সংস্থার সাধারণ পরিষদ সদস্য, সদস্যদের মাতা পিতা ও সংস্থার কর্মকর্তাসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন উর রশীদ, মো. আনিসুর রহমান মুকুল, মোহাম্মদ আলী শিকদার, মো. ইউছুপ মিয়া, মো. আবছার, মো. আবু হানিফ, মো. নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মো. আব্দুর রশীদ, মো. আহসানুল হক, মো. মোহসীনুল আলম, উম্মে খায়রা, মফিজুর রহমান, অজয় মিত্র শংকু, উম্মে কুলসুম, মফিজুর রহমান চুন্নু, আব্দুর রশিদ, আব্দুল মন্নান, স্বাগতম বড়ুয়া।
সভায় শহর সমাজসেবা কার্যালয়ের–২ সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের উপস্থিতিতে সংস্থার ২০২৩–২০২৫ তিন বছর মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ হারুন উর রশীদকে সভাপতি, মোহাম্মদ আনিসুর রহমান মুকুলকে সহ সভাপতি, মোহাম্মদ আলী শিকদারকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












