সিদ্দিকে আকবর (রা.) ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ

বেতাগীতে কনফারেন্সে বক্তারা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:১০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার দরবার এ বেতাগী আস্তানা শরীফ মাঠে হযরত আবু বকর সিদ্দিক (রা.) স্মরণে সিদ্দিক ই আকবর কনফারেন্স গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জমায়াত বেতাগী পশ্চিম পরিষদের উদ্যোগে মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামআত কেন্দ্রীয় কোচেয়ারম্যান হাফেজ সোলাইমান আনসারী।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ তৈয়ব আলী, হাফেজ সৈয়দ রুহুল আমীন, নূর মোহাম্মদ আল কাদেরী। আরিফুর রহমান রাশেদ ও শেখ মুহাম্মদ আসিফ হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল আজহারী।

বক্তব্য রাখেন মুফতি জসিম উদ্দিন আলকাদেরী, ইলিয়াছ নূরী, আহমদ করিম নঈমি, হাবিবুর রহমান ফারুক, মাহফুজুল হক আলকাদেরী, জসিম উদ্দিন আবিদি, সাইফুল ইসলাম আলকাদেরী, নূর মোহাম্মদ মেম্বার, ওবায়দুর রহমান পেঠান শাহ, হাফেজ আব্দুল হাই, আবু জাফর, দিদারুল আলম চৌধুরী, নজরুল ইসলাম, হাফেজ আবুল কালাম, মনছুরুল আলম নেজামী, জালাল উদ্দীন আলকাদেরী, কাযী হাফিজুর রহমান, এস.এম রেজাউল করিম বাবর, মুহাম্মদ আলী নঈমী, আব্দুস সালাম, কারী ছৈয়দুর রহমান, আবুল ফাতাহ মুহাম্মদ বদরুদ্দীন, হাফেজ আমিনুল ইসলাম, হাফেজ জাহাঙ্গীর আলম, নুরু আলম জমির, জামাল উদ্দিন, ইলিয়াছ করিম, হাফেজ শাহাদাত ইসলাম হাসান, আবু তৈয়ব রেজভী, অধ্যাপক ইশতিয়াক রেজা, মাস্টার এহসানুল করিম, মফিজুল হক, সৈয়দ মোহাম্মদ ইউসুফ, ইউপি মেম্বার মুহাম্মদ সাঈদ, মুহাম্মদ ছানা উল্লাহ, হাফেজ ইলিয়াছ প্রমুখ।

কনফারেন্সে বক্তারা বলেন, ইসলামের প্রাথমিক যুগে হযরত সিদ্দিকই আকবর (.) ইসলামের প্রচার প্রসারে ছিলেন অন্যতম সহায়ক শক্তি। সিদ্দিকে আকবর (রা.) ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আদর্শ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধপটিয়ায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত এক