চট্টগ্রাম আদর্শ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:০৯ পূর্বাহ্ণ

পাঁচলাইশ ওয়াজেদিয়ায় চট্টগ্রাম আদর্শ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের ভীতি প্রদর্শন নয়, আদর স্নেহের মাধ্যমে তাদের মন জয় করে পাঠদান করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবককে সমান দায়িত্ব পালন করতে হবে।

সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাসিক তরজুমানের সহকারী সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী।

বিশেষ অতিথি ছিলেন শাহ্‌ আমানত হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দীন জহুর। মোহাম্মদ মোজাম্মেল হক ও ফরজানা ইয়াসমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, সাগর কান্তি দত্ত, তাহেরা ইয়াসমিন কলি। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নিজ বাড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধসিদ্দিকে আকবর (রা.) ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ