লোহাগাড়ায় ইউপি সদস্য বরখাস্ত

অবৈধভাবে বালু উত্তোলন

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দীনকে সাময়িক বরখাস্ত করে হয়েছে। গতকাল বোরবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্তে গত ৩ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে।

জানা যায়, গত বছরের ২২ জুন ইউপি সদস্য জসিম উদ্দীনকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অভিযানে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই বছরের ৩ অক্টোবর ওই ইউপি সদস্যকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। দাখিলকৃত কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সুপারিশক্রমে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাকে সদস্য পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে জানতে ইউপি সদস্য জসিম উদ্দীনকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ জানান, ইউপি সদস্য জসিম উদ্দীনকে সাময়িক বরখাস্তের ব্যাপারে অবগত হয়েছি। তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তার ব্যাপারে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত দেবে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক শিক্ষার্থীদের বৃত্তি দিবে বিএসআরএম