নাইক্ষ্যংছড়িতে হাতকড়াসহ পলাতক দুই আসামি গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি  | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:২৮ পূর্বাহ্ণ

পার্বত্য নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে মারধর করে হাতকড়াসহ পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় ৭ গরু লুটের মূল হোতা জহিরকেও গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, ১১ বিজিবি ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তার কাটা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার গভীর রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নেতৃত্বে বান্দরবান সদর থানা পুলিশের সহযোগিতায় বান্দরবান সদর এলাকা থেকে অপর ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার সকাল ৭ টায় মিয়ানমারনাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬ পিলার নিকটবর্তী জারুলিয়াছড়িতে বার্মিজ ৭ গরু কেড়ে নিতে গিয়ে পুলিশের ওপর হামলা করে চোরাইপশু দস্যুরা। এ সময় ১ জন এস আইসহ ৪ পুলিশ আহত হন। পরে হামলাকারীদের বিরুদ্ধে পৃথক ঘটনায় দুটি মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউএনওর হস্তক্ষেপ কাথরিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে ‘সমঝোতা’
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল