বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক সমাবেশ গতকাল রোববার নগরীর সিনেমা প্যালেস চত্বরে অনুষ্ঠিত হয়। বাসদ জেলা ইনচার্জ কমরেড আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমরেড অশোক সাহা, কমরেড উত্তম চৌধুরী, জাহেদুন্নবী কনক, আহমেদ জসীম, কমরেড শফিউদ্দিন কবির আবিদ। সমাবেশ পরিচালনা করেন আকরাম হোসেন। সমাবেশ শেষে এক মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি চত্বরে এসে শেষ হয়। বক্তারা অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












