বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম ভেন্যুর খেলায় খাগড়াছড়ি জয় পেয়েছে। গতকাল মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় খাগড়াছড়ি জেলা ৪ উইকেটে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে পরাজিত করে। টসে জিতে ব্রাহ্মণবাড়িয়া প্রথমে ব্যাট করতে নামে। ৩৬.৫ ওভার খেলে ১৩৭ রান তুলে তারা সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৩৫ রান থেকে। এছাড়া মাখদুম মাশরাফি ৩৪, নাইফ আহসান ২৫, তানজিল আহমেদ ১১ এবং গোলাম তামজিদ ১০ রান করেন।
খাগড়াছড়ির নাজমুল মাহমুদ এবং পাওনুয়েল ত্রিপুরা প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। এছাড়া জোবায়ের হোসেন ২টি এবং সাইকাতুল ইসলাম ও মেহেদি মাসুদ প্রত্যেকে ১টি করে উইকেট নেন। জবাবে খাগড়াছড়ি ৪১.১ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে নেয়। দলের মো, কাউসার ৪৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অং চিং মারমা ৩৪ রান করেন। অতিরিক্ত থেকেও ৩৭ রান যোগ হয়। ব্রাহ্মণবাড়িয়ার তানজিদুর রহমান ৩টি উইকেট পান। ১টি করে উইকেট নেন শাহাদাত মেহেদি, আনাস আহমেদ এবং নাইফ আহসান। এর আগে সকালে মহিলা কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান ও হাসান মুরাদ বিপ্লব, চসিক কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মোমিনুল হক মোমিন প্রমুখ।