তৃতীয় বিভাগ ফুটবল লিগে বাঁশখালীর জয়

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল রোববার গ্রুপিং ২য় পর্বের দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চবক ক্রীড়া সমিতি সাদা ০০ গোলে মুক্ত বিহঙ্গ ক্লাবের সাথে ড্র করে। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ১০ গোলে আব্দুস সোবহান ফুটবল দল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন টিটু দাশ।

আজ দামপাড়া পুলিশ লাইন মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় বাংলাদেশ রেলওয়ে এস. এ বনাম গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী এবং সকাল ১০.৩০ টায় শহীদ শাহজাহান সংঘ বনাম সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা পরস্পরের মোকাবিলা করবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামাল বাংলাদেশ যুব গেমস চট্টগ্রাম বিভাগীয় পর্ব আজ শুরু
পরবর্তী নিবন্ধশিকলবাহায় শাহ্‌ অহিদিয়া স্পোর্টস ক্লাবের শীতকালীন ক্রীড়া উৎসব শুরু