মহানগরী কিশোর ফুটবল লিগেরর ২য় রাউন্ডের ১ম খেলায় রামপুর একাদশ ৭-০ গোলে চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হ্যাট্রিক করেন তাহাসিন ইসলাম। তিনি খেলার ১৬,২৪ ও ৩২ মিনিটে তিনটি গোল করেন। এছাড়া মো. এজাজুল হক ফয়েক করে ২টি গোল করেন, আব্দুল্লাহ আল নোমান ও আবরার শাহরিয়ার আলী তানিম প্রত্যেকে ১টি করে গোল দেন।
দ্বিতীয় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ৫-০ গোলে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে রহমত উল্লাহ খেলার ১২,২৩ এবং ৪০ মিনিটে তিনটি গোল করে হ্যাট্রিকের গৌরব অর্জন করেন।
এছাড়া রায়হান আহমেদ, মো. শিপন ১টি করে গোল করেন। আগামী ২১ জানুয়ারি লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।