৫ দফা দাবিতে বাসদের সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি

| রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মূল্যবৃদ্ধি বন্ধ, রেশনিং ব্যবস্থা চালু ও শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ ৫ দফা দাবিতে গতকাল শনিবার নগরীতে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছে।

এ উপলক্ষে গতকাল শনিবার নগরীর সিনেমা প্যালেস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শফি উদ্দিন কবির আবিদ, জাহেদুন্নবী কনক,রিপা মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, উপরোক্ত ৫ দফা দাবিতে বাসদ দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে। সারাদেশের সংগৃহীত স্বাক্ষরসহ আগামী ৫ এপ্রিল রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক প্রতিরোধে যুবসমাজকে সচেতন হতে হবে
পরবর্তী নিবন্ধচবি ৩৪তম ব্যাচের ৪র্থ পুনর্মিলনী